পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় ও পিরোজপুর জেলা কার্যালয় পিরোজপুরের যৌথ উদ্যোগে ১১/০২/২০২৫ খ্রি তারিখে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চর খোলপটুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ১ টি অবৈধ ড্রাম চিমনীর ইটভাটা ( কঁচা ব্রিকস ইন্ডাস্ট্রিজ (কেবিআই)) সম্পূর্ণরুপে ধ্বংস করা হয় এবং ৩ টি অবৈধ জিগজ্যাগ ইটভাটার ( মেসার্স শাহানাজ ব্রিকস ইন্ডাস্ট্রিজ (এসবিআই), ভাই ভাই ব্রিকস ইন্ডাস্ট্রিজ, আরওয়ান ব্রিকস) কিলন আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি ৩ টি মামলার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা জরিমানাপূর্বক আদায় করায় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব আব্দুল্লাহ আল-মামুন, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস